কন্যা সন্তানের মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া

মা হওয়ার খবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়া

কন্যা সন্তানের মা হয়েছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । শুক্রবার রাতে ইনস্টাগ্রামে এক পোস্টে খবরটি জানান প্রিয়াঙ্কা।

সালের ১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের আসরে তাঁরা

ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা লিখেছেন, সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমরা সারোগেট পদ্ধতিতে সন্তানকে স্বাগত জানিয়েছি।

মা হওয়ার খবর দিলেন প্রিয়াঙ্কা চোপড়াতিনি আরো লিখেছেন, এই বিশেষ সময়ে আমরা বিনীতভাবে সবার শুভ কামনা চাই; যেন পরিবারকে আরও বেশি সময় দিতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।

প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস দম্পতির নবজাতক কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে রয়েছে।

সূত্র: এনডিটিভি