স্পোর্টস ডেস্ক : মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বল হাতে ৬ উইকেট নেন ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। এতে টেস্ট ক্রিকেটে উইকেট শিকারে ভারতীয় কিংবদন্তি কপিল দেবকে টপকে যান অশ্বিন। তবে কখনো কপিলকে টপকে যাওয়ার বিষয়টি কল্পনাও করেননি অশ্বিন।
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট শেষে ৮৫ ম্যাচে অশ্বিনের উইকেট সংখ্যা এখন ৪৩৬টি।
আর ১৩১ ম্যাচে ৪৩৪ উইকেট ছিলো কপিলের। এতে কপিলকে টপকে ভারতের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বনে যান অশ্বিন। ১৩২ ম্যাচে ৬১৯ উইকেট নিয়ে সবার উপরে অনিল কুম্বলে। কপিলকে টপকে যাবার কথা কখনো চিন্তা না করা অশ্বিন সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইনস্টাগ্রামে কপিলকে টপকে যাওয়ার অনুভূতি প্রকাশ করলেন।
তিনি লিখেছেন, ‘২৮ বছর আগে কপিলের প্রাপ্তির দিনে তার জন্য গলা ফাটিয়েছিলাম। আমার বিন্দুমাত্র ধারণা ছিল না, অফস্পিনার হিসেবে দেশের হয়ে খেলবো। এমনকি কিংবদন্তির উইকেট প্রাপ্তিকে ছাপিয়ে যাব, তা কল্পনাও করতে পারিনি। ক্রিকেট আমাকে সব দিয়েছে। এই খেলাটার প্রতি বরাবর কৃতজ্ঞ থেকে যাব।’
এবার পুষ্পায় মজলেন বিরাট কোহলী, ভাইরাল ভিডিও
ম্যাচের সেরা খেলোয়াড় ছিলেন রবীন্দ্র জাদেজা। ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান করার পাশাপাশি বল হতে ৯ উইকেট নেন। অশ্বিনের এমন কীর্তিতে মুগ্ধ ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটার শচীন টেন্ডুলকার। তাই টুইট করে অশ্বিনকে অভিনন্দনও জানিয়েছেন টেন্ডুলকার। তিনি লিখেছেন, ‘কপিলকে টপকে যাওয়া অনেক বড় প্রাপ্তি। তুমি যেভাবে এগোচ্ছিলে, তাতে বেশি সময় লাগার কথাও ছিল না।’ জাদেজার প্রশংসায় লিখেন, ‘জাদেজার ছোঁয়ায় সবকিছু সোনা হয়ে যাচ্ছে। এভাবেই চালিয়ে যাও।’
আইপিএলে দল পেলে সাকিব মানসিকভাবে বিপর্যস্ত থাকত? প্রশ্ন পাপনের
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।