সেপ্টেম্বরের ২৭ তারিখে শাওমি তাদের CIVI 2 স্মার্টফোনটি বাজারে রিলিজ করতে যাচ্ছে। চীনে সেপ্টেম্বরের ২৭ তারিখে সবার সামনে হ্যান্ডসেটটি উন্মোচিত হতে যাচ্ছে। শাওমি এটিকে পরবর্তী জেনারেশনের জন্য ‘লাইফস্টাইল স্মার্টফোন’ আখ্যায়িত করেছে।
ব্র্যান্ডটি গতকাল স্মার্টফোনের পেছনের অংশের ডিজাইন প্রকাশ করেছে। আজ মোবাইলের সামনের ডিজাইন এর ছবি ও ফ্রন্ট ক্যামেরা এর স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে।
Xiaomi CIVI 2 স্মার্টফোনে iphone 14 pro হ্যান্ডসেট এর মত পিল ডিজাইনের কাট-আউট ফিচার দেওয়া থাকবে। সামনের ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে আপনি পিল ডিজাইনের এ কাট-আউট লক্ষ্য করবেন।
iphone14 প্রো স্মার্টফোন এর মত একই ধরনের ডিজাইন আপনি শাওনের স্মার্টফোনের একেবারে উপরের দিকে খেয়াল করবেন।
এরা আগে অনেক অ্যান্ড্রয়েড ডিভাইসের ক্যামেরায় পিল ডিজাইনের কাট-আউট ছিল। তবে শাওমি হচ্ছে সর্বপ্রথম ম্যানুফ্যাকচারার কোম্পানি যারা এ ধরনের পিল ডিজাইনের কাট-আউট স্ক্রিনের মাঝে নিয়ে আসতে যাচ্ছে।
এর আগে পিল ডিজাইনের কাট-আউট উপরের বাম দিকে অথবা উপরের ডানদিকে অ্যান্ড্রয়েড স্মার্টফোনে দেওয়া হয়েছিল। কিন্তু CIVI 2 স্মার্টফোনে মাঝখানে এ ধরনের ডিজাইন দেওয়া হবে।
শাওমি জানায় এ কাট-আউটে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া থাকবে। ক্যামেরার অ্যাপাচার হবে ২.০। ফোনটির ক্যামেরায় অটোফোকাসের সাপোর্ট থাকবে।
আর দ্বিতীয় ফন্ট ক্যামেরাটি হবে আলট্রা-ওয়াইড লেন্স। সামনের দুটি সেলফি ক্যামেরার সাইডে LED flashlight দেওয়া থাকবে। এমনকি স্মার্টফোনের উভয় পাশে আপনি এরকম flashlight দেখতে পারবেন।
স্মার্টফোনটির ওজন হবে ১৭১.৮ গ্রাম। কোয়ালকম স্ন্যাপড্রাগন সেভেন জেন ওয়ান চিপসেট তারা স্মার্টফোনটি পরিচালিত হবে। কাস্টমারদের জন্য ভাল খবর হচ্ছে স্মার্টফোনটি চায়নার বাইরে রিলিজ করা হবে।
Xiaomi Civi 2 স্মার্টফোনের দাম হতে পারে ৩৪ হাজার রুপি ও ৩৮ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।