জুমবাংলা ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমেছে দেশি পেঁয়াজের দাম। পাইকারি বাজারে ৩ থেকে ৪ টাকা কমে দেশি পেঁয়াজ কেজিপ্রতি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৬ টাকা দরে; যা বুধবার বিক্রি হয়েছিল ৩৫ থেকে ৪০ টাকায়। বৃহস্পতিবার দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।
দাম কামাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। তবে সাধারণ ক্রেতাদের অভিযোগ দেশি পেঁয়াজ এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি ১০ টাকা বৃদ্ধি পেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার বাজার মনিটরিং করা হয়নি। যার ফলে অসাধু ব্যবসায়ীরা খেয়াল খুশিমতো দাম বাড়িয়ে দিয়েছে।
হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম জানান, ভারত থেকে পেঁয়াজ আমদানি হওয়ার কথা চলছে। যার জন্য মোকামগুলোতে পেঁয়াজের দাম কমে গেছে। কম দামে কিনে কম দামে বিক্রি করছেন। দাম কমলেও ক্রেতা অনেকটাই কম।
হিলি স্থলবন্দরের আমদানিকারকরা জানান, সামনে কোরবানি ঈদ। দেশের বাজারে পেঁয়াজের বাজার স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানি করার জন্য সব সময় প্রস্তুত রয়েছে। যদি বাংলাদেশ সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয় তবে দেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই কমে যাবে।
স্বাদ ও গুণে অনন্য ছোট আকারের নতুন জাতের লাউ, গড় ওজন ২ কেজি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।