জনপ্রিয় অভিনেত্রী দীঘির নাম জানেন না, এমন মানুষ কম। শিশুশিল্পী থেকে এ পর্যন্ত উঠে আসার গল্পে তাঁর ক্যারিয়ারে যুক্ত হয়েছে রংবেরঙের পালক। সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ওয়েব ফিল্ম ‘৩৬-২৪-৩৬’-তে অভিনয় করে দর্শকমহলে তিনি বেশ জনপ্রিয়তা পেয়েছেন।
অভিনয়ের পাশাপাশি তরুণী এই অভিনেত্রীর সাজপোশাকের দিকেও রয়েছে বিশেষ খেয়াল। সামাজিক যোগাযোগমাধ্যমে উঁকি দিলেই স্পষ্ট হবে সেটা। সম্প্রতি কমলা রঙের গাউন পরা বেশ কিছু ছবি দীঘি নিজেই শেয়ার করেছেন তাঁর অনুরাগীদের সঙ্গে। ছবির গল্পে তাঁর লুকের আদ্যোপান্ত জেনে আসি চলুন।
কমলা রঙের ফ্লোর ছোঁয়া গাউনে দ্যুতি ছড়াচ্ছেন অভিনেত্রী । গাউনটি শানায়া কতুর থেকে নেওয়া। ওয়ান শোল্ডার আর মারমেইড কাটের এই গাউনের অন্যতম আকর্ষণ সংযুক্ত এক্সটেনশন।
অফ শোল্ডার গাউনে দীঘির সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে। কানে পাথরের আকর্ষণীয় স্টেটমেন্ট দুল, মিনিমাল নেকপিস আর ব্রেসলেট বেছে নিয়েছেন জুয়েলারি হিসেবে। মানানসই মেকআপ আর সেমি কার্ল হেয়ারস্টাইলে বেশ সুন্দর লাগছে তাঁকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।