আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসকে সমর্থন জানালেন জনপ্রিয় মার্কিন সংগীত তারকা টেইলর সুইফট। বুধবার (১১ সেপ্টেম্বর) এবিসি নিউজ আয়োজিত হ্যারিস ও ট্রাম্পের নির্বাচনি বিতর্কের পরই এ ঘোষণা দিলেন সুইফট। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে এই তারকা বলেছেন, ‘হ্যারিস অধিকারের জন্য লড়াই করেন। আর এসব অধিকার নিশ্চিতে তার মতো লড়াকু মানুষ আমাদের প্রয়োজন বলে আমি বিশ্বাস করি। তাই ২০২৪ প্রেসিডেন্ট নির্বাচনে আমি কমলা হ্যারিস ও টিম ওয়াল্টজকে সমর্থন দিচ্ছি।’
হ্যারিসকে ‘স্থিতধী ও প্রতিভাধর নেতা’ হিসেবে উল্লেখ করে সুইফট আরও বলেছেন, ‘বিশৃঙ্খল নয় বরং সুস্থির নেতৃত্বের মধ্য দিয়েই আমাদের দেশ সামনে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’
সুইফটের পাশাপাশি সংগীত তারকা জন লেজেন্ড ও অলিভিয়া রদ্রিগো, অভিনয়শিল্পী জর্জ ক্লুনি ও পরিচালক স্পাইক লি হ্যারিসকে সমর্থন দিয়েছেন।
এদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে রয়েছেন কিংবদন্তী প্রো-রেসলার হাল্ক হোগান, টিভি তারকা অ্যাম্বার রোজ এবং প্রভাবশালী ধনকুবের ইলন মাস্ক।
হ্যারিস ও ট্রাম্পের প্রায় ৯০ মিনিট ধরে চলা চরম প্রতিদ্বন্বীতাপূর্ণ নির্বাচনী বিতর্কের পরই প্রকাশ্যে সমর্থন জানালেন মার্কিন এই তারকা। বিতর্কে দুই প্রার্থী গর্ভপাতের অধিকার, অর্থনৈতিক অবস্থা ও অভিবাসন নিয়ে তুমুল বিতর্কে উপনীত হন।
এর আগের নির্বাচনেও ট্রাম্পের প্রতিপক্ষ ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন জানিয়েছিলেন মার্কিন এই তারকা। এছাড়া তিনি বরাবরই ট্রাম্পের সমালোচনা করে এসেছেন।
ইন্সটাগ্রামে ২৮ কোটি ৩০ লাখ অনুসারী রয়েছে টেইলর সুইফটের। হ্যারিসকে তিনি সমর্থন জানানোর ৩০ মিনিটেরও কম সময়ে ২০ লাখেরও বেশি লাইক পড়ে তার পোস্টে।
দেশের তরুণ ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমি নিজের বিবেচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের পর্যবেক্ষণ আপনাদের কাছে। আর সে অনুযায়ী আপনারা সিদ্ধান্ত নেবেন।’
পুতিন তোমাকে দুপুরের খাবার হিসেবে খেয়ে ফেলবে: ট্রাম্পকে কমলা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।