চট্টগ্রাম প্রতিনিধি: কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বন্দর নগরীর অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং কৃষ্ণকুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার প্রদান করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া চট্টগ্রাম শাখা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) এই দুই শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার করা হয়।
অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে আয়োজিত কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান শ্রী বিকাশ গোয়েল।
এতে বিশেষ অতিথি ছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়া চট্টগ্রাম শাখার প্রধান নির্বাহী কর্মকর্তা বিকাশ কুমার, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বাংলাদেশ অপারেশনস এর হেড অব ক্রেডিট দেবজ্যোতি ভট্টাচার্য্য, এসবিআই চট্টগ্রাম শাখার কর্মকর্তা সৌমিত্র বড়ুয়া, বিপুল ঘোষ এবং উক্ত এলাকার মহিলা কাউন্সিলর নিলু নাগ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জারেকা বেগম। উপস্থিত ছিলেন দুই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বিকাশ গোয়েল বলেন, মেয়েদের আধুনিক শিক্ষার জন্য কম্পিউটার শিক্ষার গুরুত্ব অপরিসীম। এরই ধারাবাহিকতায় মেয়েদের শিক্ষার উন্নয়নের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই উদ্যোগ যা ভবিষ্যতেও চলমান থাকবে।
অধ্যক্ষ জারকা বেগম কম্পিউটার প্রদানের জন্য স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে ধন্যবাদ জানান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।