মাগুরা প্রতিনিধি: মাগুরায় আজ মঙ্গলবার (৫ মে) কম্বাইন্ড হারবেস্টার (ধান কাটা মেশিন) দিয়ে কৃষকের জমির পাকা ধান কাটা শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে শ্রমিক সংকট নিরসনে কৃষকদের জমির পাকা ধান কাটা সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর অনুদানের কম্বাইন্ড হারবেস্টার মেশিন দিয়ে কৃষকের জমির পাকা ধান কাটা শুরু হয়।
সকালে সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে কৃষক আরব আলীর এক একর জমির পাকা ধান কাটার মাধ্যমে ধান কাটার উদ্বোধন করেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
তিনি জানান, শেখ হাসিনার সরকার মাগুরা জেলায় এ পর্যন্ত ১১টি ধান কাটার কম্বাইন্ড হারভেস্টার মেশিন ও কৃষি যন্ত্রপাতি কৃষকদের কাছে হস্তান্তর করেছে এবং অচিরেই আরও ৭টি হারবেস্টার মেশিন দেয়া হবে। দেশে করোনা পরিস্থিতির কারণে কৃষি শ্রমিকের সংকট নিরসন ও কৃষি উন্নয়ন সহায়তার আওতায় মাঠ থেকে পাকা ধান কাটা ও মাড়াই সুবিধার্থে এ সকল যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। প্রধানমন্ত্রী এসব কৃষি যন্ত্রপাতি অনুদান হিসেবে দেয়ায় সাধারণ কৃষক উপকৃত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা জেলা কৃষি বিভাগের উপপরিচালক জাহিদুল আমিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু নাছির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুপিয়ান ও জেলা কৃষি কর্মকর্তা জাহিদুল আলম এবং অন্যান্য কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।