জুমবাংলা ডেস্ক : কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর উদ্ভুত পরিস্থিতি নিয়ে আবারও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের রাষ্ট্রদূতকে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) ব্রিফিং করবে সরকার।
কোটা আন্দোলন ঘিরে সহিংসতা এবং দেখামাত্র গুলির নির্দেশনা নিয়ে প্রতিক্রিয়া দেখাচ্ছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘ ও মার্কিন পররাষ্ট্র বিষয়ক সিনেট কমিটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। দেখামাত্র গুলির নির্দেশ বেআইনি বলে বিবৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
সার্বিক পরিস্থিতি নিয়ে এরই মধ্যে সরকারের তরফ থেকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করা হয়েছে এবং ঘুরে দেখানো হয় নাশকতায় ধ্বংস হওয়া বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনা। দেশের বিদেশি মিশনে চিঠি পাঠিয়ে ভাবমূর্তি উজ্জ্বল করতেও নির্দেশনা দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়।
এবার আরেক দফা উন্নয়ন অংশীদার দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বসতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত সাক্ষাৎ করবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
পররাষ্ট্র সচিব জানান, বিদেশিরা যেন কোটা আন্দোলন ঘিরে কোনো গুজবে কান না দেয় সে চেষ্টাই করছে সরকার।
ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে স্থগিত করেছে প্রথম ইইউ-বাংলাদেশ অংশীদারিত্ব ও সহযোগিতা সংলাপ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আরও কয়েকটি সংলাপ স্থগিত হতে পারে বলে ইঙ্গিত সচিবের।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে, র্যাবের মতো কোনো নিষেধাজ্ঞা বাংলাদেশ প্রত্যাশা করে না বলেও জানান পররাষ্ট্র সচিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।