আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় বিমান সংস্থা স্পাইসজেটের দিল্লি থেকে দুবাইগামী একটি ফ্লাইট পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। এয়ারলাইন্সটির একজন মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
প্রতিবেদনে বলা হয়, ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে করাচিতে জরুরি অবতরণ করে উড়োজাহাজটি। তবে যাত্রীর সবাই নিরাপদে রয়েছে।
স্পাইসজেটের তরফে বলা হয়েছে, তাদের বি৭৩৭ এয়ারক্রাফ্টটি নির্দেশক বাতির ত্রুটির কারণে করাচির দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
এর আগে গত ২ জুলাই দিল্লি থেকে টেকঅফ করা মধ্যপ্রদেশের জবলপুরগামী স্পাইসজেটের বিমানের কেবিনে ধোঁয়া দেখা গিয়েছিল মাঝ আকাশে। উড়োজাহাজ যখন পাঁচ হাজার ফুট উচ্চতায়, তখন এই ধোঁয়া দেখা যায় কেবিনে। স্বভাবতই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে প্লেনটি দিল্লি বিমানবন্দরে ফেরানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।