আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় ১২ নম্বরে আছে পাকিস্তান। আর বাংলাদেশ রয়েছে ১৮ নম্বরে।
পাকিস্তানে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৮১৮ জন। বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬২ হাজার ৪১৭জন।
এদিকে, রাশিয়াকে পেছনে ফেলে করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ভারত। এক নম্বর অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র আর দুই নম্বরে আছে ব্রাজিল।
ভারতে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৯০ হাজার ৩৯৬ জন। আর রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ২৮৩ জন।
আমেরিকার জনস হপকিংস বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছে ২৮ লাখেরও বেশি মানুষ।
দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত প্রায় ১৫ লাখেরও বেশি মানুষ। এতদিন তৃতীয় অবস্থানে ছিল রাশিয়া। তবে রবিবার রেকর্ড বৃদ্ধিতে রাশিয়াকে সরিয়ে সেই স্থান দখল করল ভারত।
ভারতে গত দুদিন ধরেই ২২-২৪ হাজার ছুঁয়ে ফেলছিল একদিনে আক্রান্তের সংখ্যা। যার জেরে দেশটিতে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।