আন্তর্জাতিক ডেস্ক : করোনা মহামারিতে আতঙ্কিত পুরো বিশ্ব। এই সময়ে বিশ্বে আক্রান্ত প্রায় সব দেশেই লকডাউন, কোয়ারেন্টাইন এই ব্যবস্থাগুলো চালু করা হয়েছে। কিন্তু বিশ্বের কোন সংবাদমাধ্যমই এই ব্যবস্থাগুলোর আওতাভুক্ত নয়। মানুষের কাছে সারা বিশ্বের খবরাখবর পৌঁছে দিতে কাজ করে যেতে হয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন এর উপস্থাপিকা ব্রুক বাল্ডউইন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। এক ইনস্টাগ্রাম পোস্টে শুক্রবার তিনি নিজেই এ খবর জানিয়েছেন বলে জানায় সিএনএন।
উপস্থাপিকার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তিনি পরীক্ষা করান। শুক্রবার পরীক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমি ঠিক আছি। এটা হঠাৎ করেই গতকাল দুপুরে এসেছে। সর্দি, ব্যথা, জ্বর।’
বাল্ডউইনের আগে সিএনএন এর আরেক উপস্থাপক ক্রিস কুয়োমোর শরীরে করোনা শনাক্ত হয়।
ব্রুক বাল্ডউইন কাজ করেন সিএনএন এর নিউ ইয়র্ক সিটির অফিসে। তিনি করোনা সংক্রান্ত সকল নিয়মকানুন ও সাবধানতা মেনে চলছেন এবং দ্রুতই সুস্থ হয়ে পর্দায় ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার ইনস্টাগ্রাম পোস্টে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।