Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অর্থনৈতিক, শিল্প এবং বিনোদনের প্রাণকেন্দ্র মুম্বাই শহরে এখন করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহানের থেকে বেশি মানুষ কোভিড-১৯ পজিটিভ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত মুম্বাইয়ে ৫১ হাজার মানুষকে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী যে উহান থেকে ভাইরাসটি ছড়ায়, সেখানে মোট শনাক্ত হন ৫০ হাজার ৩৩ জন, যাদের অধিকাংশই সুস্থ। চীনের দাবি অনুযায়ী, উহানে মারা যান ৩ হাজার ৮৬৯ জন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যেই শুধু চীনের থেকে বেশি করোনা রোগী। সেখানে এখন পর্যন্ত ৯০ হাজার মানুষ কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, চীনে সেখানে ৮৪ হাজার।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সবশেষ হিসাব অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ১৪৬ জন, মৃত্যু ৭ হাজার ৭৫০ জনের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।