স্পোর্টস ডেস্ক : বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, যথা সময়েই শুরু হবে ত্রয়োদশ আইপিএলের আসর। গাঙ্গুলির সেই কথাকে পাত্তাই দিচ্ছে না মহারাষ্ট্র রাজ্য সরকার। করোনাভাইরাস নিয়ে করণীয় বিষয়ক জরুরি সভার পর বুধবার আইপিএলের টিকেট বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্রের প্রশাসকরা।
রাজ্যের স্কুল এবং আইপিএলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে বুধবার দুপুরে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বৈঠকের পরপরই নির্দেশ দেয়া হয় টিকেট বিক্রি বন্ধের। রাজ্য সরকারের এ সিদ্ধান্তের পর হুমকির মুখে পড়েছে মুম্বাই ইন্ডিয়ান্স-চেন্নাই সুপার কিংসের উদ্বোধনী ম্যাচ। ২৯ মার্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হওয়ার কথা ম্যাচটি।
আইপিএল চললে চলতে পারে, তবে মাঠে কোনো দর্শক ঢুকতে দেয়া হবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন একজন সিনিয়র মন্ত্রী, ‘করোনাভাইরাস যেভাবে ছড়িয়ে পড়ছে, আমরা সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে রাখতে চাই। আমরা রাজ্যে কোনরকম জনসমাবেশ দেখতে চাই না। আর সবার জন্য পরামর্শ থাকবে এসব জনসমাগম এড়িয়ে চলার। মন্ত্রীসভায় আইপিএল নিয়ে আলোচনা হয়েছে। একটি শর্ত মেনেই আইপিএল চলতে পারে। তা হল, দর্শকদের কাছে কোনো টিকেট বিক্রি করা যাবে না।’
‘এবছর টিকেট বিক্রি না করেও আইপিএল চালানো সম্ভব। কারণ তাদের আয়ের মূল অংশটা আসে টিভিতে সম্প্রচার, বিজ্ঞাপন থেকে। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বিষয়টি মন্ত্রীসভাকে জানিয়েছেন। তারপরই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’ এমন জানিয়েছেন আরেক মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।