স্পোর্টস ডেস্ক: ওয়ানডে লড়াই শেষে ঢাকা মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের যুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
তবে এই ম্যাচে মাঠে বসে উপভোগের সুযোগটা অনেকের কপালেই জুটছে না। মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বুথ থেকে টিকিট বিক্রি করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের ভয়ে টিকিট বিক্রি হঠাৎই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দর্শকধারণ ক্ষমতা প্রায় ২৫ হাজার। গ্যালারিতে বসে এক সঙ্গে এতো দর্শক খেলা দেখলে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এখন আর টিকিট বিক্রি করছে না বিসিবি।
হোম অব ক্রিকেটের ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ১০০ টাকা, সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিট ১৫০ টাকা, ক্লাব হাউজের টিকিট ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০০ টাকা নির্ধারণ করেছিল বিসিবি।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ১১ মার্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।