আন্তর্জাতিক ডেস্ক: খাঁ খাঁ করছে কলকাতা মেডিকেল কলেজ। ১৮৫ বছরের ইতিহাসে এমনটা বোধহয় এই প্রথম।
মেডিকেল কলেজে অনুপস্থিত অধিকাংশ চিকিত্সক, নার্স, স্বাস্থ্য কর্মী। হস্টেল ছেড়ে বাড়ি ফিরে গিয়েছেন পিজিটি, ইনটার্নরা। চিকিত্সক, নার্স, পিজি ইনটার্ন নিয়ে আজ হাজিরার সংখ্যা প্রায় ৩০ শতাংশের কাছাকাছি। অধিকাংশ বিভাগীয় প্রধানই অনুপস্থিত। টিম টিম করে চলছে ফিভার ক্লিনিক। অধিকাংশ আউটোডোরে চিকিত্সক নেই।
কাজে যোগ দেননি জুনিয়ার ডাক্তাররা। কোথাও কোথাও নিয়ম রাখতে চিকিত্সক এসেছেন বটে তবে থাকেননি মিনিট দশেকের বেশি। বন্ধ হয়ে পড়ে রয়েছে ল্যাবরেটরির অর্ধেক অংশ। কর্মী নেই। আলট্রাসনোগ্রাফি, এক্সরে বিভাগ বন্ধ। ইনডোরের অবস্থাও তথৈবচ।
হাসপাতালে রয়েছেন প্রায় ৫২ জন। কিন্তু তাদের দেখার কেউ নেই। ডাকলেও মিলছে না চিকিত্সক। গোটা বিষয়টি নিয়ে অধ্যক্ষের ঘরে জরুরি বৈঠকে বসেন হাসপাতাল সুপার। রিপোর্ট যাচ্ছে স্বাস্থ্য ভবনেও। সূত্র: জি নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।