আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শনিবার বিশ্বভারতী কতৃপক্ষ এ ঘোষণা দেন। প্রতিদিন প্রচুর দর্শক আসেন বাংলাদেশ ভবনে তাদের মধ্যে অনেক বিদেশি পর্যটকও থাকেন।
বিশ্বভারতীর এক কর্মকর্তা জানান, করোনা ভাইরাস এর সংক্রমণের ভয়ে আমরা বাংলাদেশ ভবন এবং এখানকার সংগ্রহশালা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। একই সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত রবীন্দ্র ভবন এবং শান্তিনিকেতন গৃহও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকালকেই বিশ্বভারতীর নীতি নির্ধারণকারী এগজিকিউটিভ কমিটি জানিয়েছিল যে, এবার শান্তিনিকেতনে হবে না ঐতিহ্যবাহী বসন্তোৎসব। শান্তিনিকেতনে বসন্ত উৎসব যাকে পশ্চিমবঙ্গের দোলযাত্রা বলা হয়। সারা ভারতে এটি পর্যটকদের কাছে খুব বড় আকর্ষণ। প্রায় এক লক্ষ বেশি মানুষের আগমন হয়। এবার শুধু বসন্ত উৎসব বাতিল করা নয়, বিশ্বভারতী কর্তৃপক্ষ নির্দেশিকা জারি করেছেন যে শান্তিনিকেতন ও শ্রীনিকেতনে কোথাও আবির বা রং দিয়ে দোল খেলা যাবে না।
এক কর্মকর্তা বলেন, আমাদের কিচ্ছু করার নেই। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে একটি বিজ্ঞপ্তি এসেছে এবং তাতে বলা হয়েছে যে ক্যাম্পাসে সব রকম জমায়েত এড়িয়ে চলতে। সূত্র : কালের কণ্ঠ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।