
এদিকে, চলতি বছর ২০ ফেব্রুয়ারি হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেন চিত্রনায়িকা রোদেলা জান্নাত। বর মডেল ও অভিনেতা খালেদ সুজন। দুই পরিবারের উপস্থিতিতে রাজধানীর একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। কথা ছিল, হানিমুনে দুবাই ও মিসর যাবেন তারা। কিন্তু করোনাভাইরাস আতঙ্কে আপাতত বাতিল করা হয়েছে তাদের হানিমুন পরিকল্পনা। বিষয়টি নিশ্চিত করেছেন রোদেলা জান্নাত।
দৈনিক আমাদের সময় অনলাইনকে তিনি বলেন, ‘হানিমুনে দুবাই ও মিসরে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে হানিমুন ট্যুর বাতিল করেছি। পরিস্থিতি ঠিক হলে তখন সিদ্ধান্ত নেব।’
মডেলিং আর অভিনয় দিয়ে মিডিয়ায় পা রাখেন খালেদ সুজন। ‘বেপরোয়া’ ছবিতে খলচরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। অন্যদিকে ‘শাহেনশাহ’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে সবার নজরে আসেন রোদেলা জান্নাত। গত শুক্রবার ৭৩টি সিনেমাহলে ছবিটি মুক্তি দেওয়া হয়েছে।
শাকিব-রোদেলার পাশাপাশি ‘শাহেনশাহ’ ছবিতে আরও আছেন জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। শামীম আহমেদ রনির পরিচালনায় ছবির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমিসহ আরও অনেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



