আন্তর্জাতিক ডেস্ক : এক সহকর্মীর শরীরে করোনাভাইরাস ধরা পড়ার পর লন্ডন অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক।
ব্রিটিশ গণমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট জানায়, প্রতিষ্ঠানটি জানায়, অবিলম্বে অফিসটি বন্ধ করে দেয়ার পর পুরো স্থানটি পরিষ্কার করা হবে।
ফেসবুকের সিঙ্গাপুর অফিসের এক কর্মী যিনি লন্ডন অফিসেও গিয়েছিলেন, তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। ওই ব্যক্তি গত ২৬ ফেব্রুয়ারি লন্ডন অফিসে গিয়েছিলেন।
ফেসবুকের মুখপাত্র বলেন, আমাদের সিঙ্গাপুর অফিসের এক সহকর্মীর শরীরে কোভিড-১৯ ধরা পড়েছে। তিনি ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারির মধ্যে লন্ডন অফিসে গিয়েছিলেন।
তিনি জানান, এ জন্য সতর্কতার অংশ হিসেবে পুরো অফিস চত্বরটি পরিষ্কার করতে আগামী সোমবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে। এ সময় আমাদের সহকর্মীরা বাড়িতে বসে কাজ করবেন।
করোনাভাইরাস আক্রান্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা সহকর্মীদের নিজেদেরকে সকলের থেকে আলাদা রাখতে এবং কোভিড-১৯ এর লক্ষণসমূহের দিকে নজর রাখতে বলা হয়েছে।
ফেসবুক সতর্কতার অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে তাদের লন্ডন অফিসে যাতায়াত করা কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।