
জুমবাংলা ডেস্ক: শ্বাসকষ্ট, জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে নোয়াখালীর সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নে মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংক কর্মকর্তা আবদুল রবের (৬৮) মৃত্যু হয়েছে।
রবিবার দুপুর সোয়া ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যুর হয়। সন্ধ্যায় তাকে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই জানাজা ও দাফন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত ওই ব্যাংক কর্মকর্তা গত ৮-৯ দিন ধরে শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভুগছিলেন। বাড়িতে থেকে তার চিকিৎসা চলছিল।
রবিবার দুপুরে শরীরের জ্বরের মাত্রা বেড়ে গেলে পরিবারের লোকজন তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে তার মৃত্যু হয়।
সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
জেনারেল হাসপাতালের তত্ত্ববধায়ক ডা. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, প্রচণ্ড জ্বর, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই রোগীকে দুপুর ১টার দিকে হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির ১৫ মিনিট পর ওই ইউনিটে তিনি মারা যান।
মৃত ব্যক্তির শরীরের করোনা উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি আক্রান্ত ছিলেন কিনা? সূত্র: যুগান্তর
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।