আন্তর্জাতিক ডেস্ক : প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টজনিত সমস্যাসহ করোনা উপসর্গ নিয়ে রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছেন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দর জৈন।
মঙ্গলবার সকালে এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন ৫৫ বছর বয়সী স্বাস্থ্যমন্ত্রী নিজেই।
টুইটে তিনি লেখেন, গত রাত থেকেই প্রবল জ্বরে ভুগছি। অক্সিজেনের মাত্রাও হঠাত্ কমে গেছে। RGSSH-এ ভর্তি হয়েছি। সবাইকে আপডেট জানাব।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গত রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে অংশ নেন সত্যেন্দ্র জৈন। এরপরই প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার। সোমবার রাতেই দিল্লির রাজীব গান্ধি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন সকালে তার নমুনা সংগ্রহ করে করোনাভাইরাস পরীক্ষার জন্য পাঠানো হয়।
সত্যেন্দ্র জৈন আম আদমি পার্টির একজন জনপ্রিয় নেতা। তার সুস্থতার কামনায় হিন্দিতে টুইট করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
সত্যেন্দ্র জৈনকে উদ্দেশ্য করে তিনি লিখেছেন, আপনি নিজের যত্ন না নিয়েই দিন-রাত ২৪ ঘণ্টা জনসাধারণের সেবা করে চলেছেন। আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।
আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস বলছে, ভারতে মরণঘাতী করোনায় এ পর্যন্ত তিন লাখ ৫৩ হাজার ৬৪১ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১১ হাজার ৯০৩ জন। মহারাষ্ট্রের পরই সবচেয়ে আক্রান্তের সংখ্যা দিল্লিতে। সেখানে এ পর্যন্ত ৪০ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।