জুমবাংলা ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তির ৮ মিনিটের মধ্যে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টা ৫৮ মিনিটে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেডিকেলের পরিচালক। করোনা ওয়ার্ডে মারা যাওয়া ওই ব্যক্তির বাড়ি বরিশালের বানরীপাড়া উপজেলার বাইশারী এলাকায়।
হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, ওই রোগীকে মুমূর্ষু অবস্থায় তার স্বজনরা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তির সময় ওই রোগীর জ্ঞান ছিল না। বেশ কিছুদিন ধরে ওই রোগী জ্বর, শ্বাসকষ্ট ও সর্দি-কাশিতে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার ভোর থেকে তার স্বাস্থ্যের অবনতি ঘটলে বেলা ১১টা ৫০ মিনিটে তাকে করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। ভর্তির মাত্র ৮ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়।
পরিচালক আরো বলেন, ওই ব্যক্তি করোনায় আক্রান্ত কি-না তা জানতে নমুনা সংগ্রহ করে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, এ নিয়ে করোনা ওয়ার্ডে ১৮ জন রোগীর মৃত্যু হলো। এদের মধ্যে দুই জনের শরীরে করোনার লক্ষণ ধরা পড়েছে। দুই জন রোগীর নমুনা জমা আছে। বাকিদের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।