জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (এফআইইউ) উপাচার্য ড. নাজমুল কবির চৌধুরী।
তার মৃত্যু সংবাদ নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে শোকবার্তা। সেখানে লেখা হয়েছে, ‘ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. নাজমুল কবির চৌধুরীর মৃত্যুতে এফআইইউ পরিবার গভীরভাবে শোকাহত।’
তিনি কীভাবে মারা গেছেন, সেই উল্লেখ ওয়েবসাইটটিতে না থাকলেও বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক অধ্যাপক।
ব্যবস্থাগত সংরক্ষণ, সংশ্লেষণ এবং জ্ঞান প্রচার মাধ্যমে শেখা সহজতর করার লক্ষ্য নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। ঢাকার বনানীতে এর ক্যাম্পাস।
ব্যবসায় প্রশাসন, প্রকৌশল অনুষদ, বিজ্ঞান অনুষদ, আইন বিভাগ এবং উদার শিল্প ও সামাজিক বিজ্ঞান অনুষদে পাঠ দেওয়া হয় বিশ্ববিদ্যালয়টিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।