Advertisement
অভিনেত্রী বিজরী বরকতউল্লাহর বাবা এক সময়ের জনপ্রিয় প্রযোজক এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক জি এম, মো. বরকতউল্লাহ্ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ সকাল সাড়ে ৯ টায় তিনি মারা যান। বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পীসংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।
বিজরী রবিবার রাতে বাবা বরকতউল্লাহকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছে জানিয়ে বলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন।’
রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন বরকতউল্লাহ্ আজ সকালে না ফেরার দেশে চলে যান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।