
নিজস্ব প্রতিবেদক: করোনা জয় করলেন ঢাকার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র সহকারী জজ কৃষ্ণ কমল রায়।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সিনিয়র সহকারী জজ কৃষ্ণ কমল রায়ের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিফাত বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ রিফাত বলেন, গত ১৬ জুলাই স্যার (কৃষ্ণ কমল রায়) ভার্চুয়াল আদালতের কাজে ছিলেন। সেদিন স্যারের জ্বর আসে। তারপর আবার জ্বর চলে যায়।
রিফাত বলেন, স্যার (কৃষ্ণ কমল রায়) আবার ২১ জুলাই অসুস্থ বোধ করলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোভিড-১৯-এর পরীক্ষা করান। সেদিন রাতেই করোনা পজিটিভ রেজাল্ট পান তিনি। পরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নেন। গত ৪ আগস্ট তার করোনার নিগেটিভ ফল পান।
এ নিয়ে নিম্ন আদালতে এই পর্যন্ত পাঁচজন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই সুস্থ হয়েছেন। কৃষ্ণ কমল ছাড়া অন্য চারজন হলেন, ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) সৈয়দ মাসফিকুল ইসলাম সজীব ও একই আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ তসরুজ্জামান, সিনিয়র সহকারী জজ সাফিয়া শারমিন।
এ বিষয়ে কৃষ্ণ কমল রায় বলেন, এই করোনার সঙ্গে যুদ্ধে ভয় নয়, বরং মনোবল ঠিক রেখে, সঠিক নিয়ম মেনে, ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে।
তিনি বলেন, গত ৪ আগস্ট আমি আবার পরীক্ষা করালে নেগেটিভ আসে। এখন আমি সুস্থ আছি।
কৃষ্ণ কমল রায় আরও বলেন, করোনায় আক্রান্তের সময় আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ মহোদয়, নেজারত বিভাগ, সহকর্মী কর্মকর্তা ও কর্মচারীরা সার্বক্ষণিক যোগাযোগ করেছেন। সৃষ্টিকর্তা, চিকিৎসকসহ সবার প্রতি কৃতজ্ঞতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।