Advertisement
স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস যেন মাশরাফি বিন মুর্তজার পরিবারের পিছু ছাড়ছে না। গত শনিবার মাশরাফির করোনা টেস্টের ফল পজিটিভ আসে। এবার তার ছোট ভাই মুরসালিন বিন মুর্তজা জানালেন, তিনিও আক্রান্ত হয়েছেন এ ভাইরাসে।
মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেইসবুক আইডি থেকে করা পোস্টে কোভিড-১৯ পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন মুরসালিন।
এর আগে গত ১৫ই জুন করোনা পজিটিভ হন মাশরাফির শাশুড়ি হোসনে আরা সিরাজ। আক্রান্ত হয়েছেন মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমির এক বোনও।
পরিবারের আরো কেউ করোনায় আক্রান্ত কি না, তা নিশ্চিত হতে মাশরাফির বা-মা, স্ত্রী ও সন্তানদেরও টেস্ট করানো হয়। তবে তাদের সবার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।