Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে বৃহষ্পতিবার প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে বসতে যাচ্ছে। বৈঠকে বসা নিয়ে নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে কয়েক সপ্তাহ ধরে বাক বিতন্ডা চলে। অবশেষে বৈঠকে বসার বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকটি হবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে। কূটনীতিকরা সোমবার এ কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, বৃহস্পতিবার নিশ্চিতভাবেই বৈঠকটি হচ্ছে। স্থানীয় সময় বেলা তিনটায় রুদ্ধদ্বার কক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে বৈঠকটি ঠিক কী ধরণের হবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এদিকে নিউইয়র্ক ভিত্তিক নিরাপত্তা পরিষদ গত ১২ মার্চ থেকে টেলিওয়ার্কিং চালিয়ে আসছে। কারণ, যুকরাষ্ট্রে করোনার মূল কেন্দ্র এখন এই নিউইয়র্ক। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।