জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি প্রয়োজনে ঘরের বাইরে যাওয়ার যে সময়সীমা এতোদিন ছিল তা আরও শিথিল করেছে সরকার।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক ঘোষণায় এ সময়সীমা আগের চেয়ে দুই ঘন্টা বাড়ানো হয়।
ওই ঘোষণায় জানানো হয়, সন্ধ্যা ৬টার স্থলে রাত ৮টা হতে সকাল ৬টা পর্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত কোনোভাবেই বাড়ির বাইরে যাওয়া যাবে না।
Advertisement
জরুরি প্রয়োজনের মধ্যে রয়েছে, প্রয়োজনীয় ক্রয়-বিক্রয়, খাদ্য দ্রব্য, ঔষধ ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ সৎকার ইত্যাদি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


