জুমবাংলা ডেস্ক : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ফলে তিনি করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত নন।
সোমবার (২২ জুন) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনমন্ত্রী সুস্থ আছেন এবং বাসা থেকে সমস্ত দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন।
সম্প্রতি মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য এবং বেশ কয়েকজন সংসদ সদস্যের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসার প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক তাঁর করোনা পরীক্ষা করার আগ্রহ প্রকাশ করেন।
এরপর গতকাল ২১ জুন সকালে আইসিডিডিআরবি করোনা পরীক্ষার জন্য তাঁর কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাঁর করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে বলে জানিয়ে দেয়।
করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল আসায় আইনমন্ত্রী আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং তিনি আশা প্রকাশ করেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবমুখী ও সাহসী বিভিন্ন পদক্ষেপে বাংলাদেশের জনগণ চলমান করোনা পরিস্থিতি মোকাবিলা করে আবারও দেশের উন্নয়নের গতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবেন’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।