নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস পরীক্ষায় বাংলাদেশকে ৫০০ কিট দেয়া হবে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিঙ। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
লি জিমিঙ বলেন, দুদিনের মধ্যে বাংলাদেশের হাতে ৫শ করোনা ভাইরাস পরীক্ষার কিট তুলে দেয়া হবে। করোনা সংকট মোকাবেলায় উহানে ২৬ হাজার চিকিৎসক কাজ করছে। এমন দিনে চীনের পাশে থাকায় বাংলাদেশসহ বিশ্ববাসীর কাছে আমরা কৃতজ্ঞ।
এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসে বিপর্যস্ত চীনের জন্য মাস্ক, গাউন, ক্যাপ, হ্যান্ড গ্লোভ ও স্যানিটাইজারসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাঠিয়েছেন।
তিনি জানান, ১৭১ জন দেশে আসার জন্য রেজিস্টেশন করেছেন। যখনি বলা হলো নিজের পয়সায় আসতে হবে, সাথে সাথে সংখ্যাটি ৩০-এ নেমে গেল। তাদেরকে ফেরত আনাটা চায়না সরকারের উপর নির্ভর করছে।
চীন থেকে দেশে ফিরতে আরও ১৭১ জন রেজিস্ট্রেশন করলেও নিজ খরচে বিমান ভাড়া দিয়ে আসতে চায় ৩০ জন।
তবে, কবে নাগাদ তাদের ফিরিয়ে আনা যাবে, বিষয়টি চীনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রোববার মন্ত্রণালয়ে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।