করোনা ভাইরাসের এমন লক্ষ্মণে চিন্তিত চিকিৎসকরাও। আমেরিকার একদল চিকিৎসক জানিয়েছেন, লসএঞ্জেলেসে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকজন করোনা আক্রান্ত রোগীর শরীরে জমাট বাঁধছে রক্ত। যার জেরে রক্তচলাচল বাধা প্রাপ্ত হচ্ছে।
এ কারণে আমেরিকায় করোনা আক্রান্ত ৪১ বছরের এক রোগীর ডান পা কেটে বাদ দিতে হন চিকিৎসকরা। একই কারণে ৪০ বছরের করোনা আক্রান্ত আরেক রোগীরও হাতের আঙুল কেটে বাদ দেয়া হয়েছে। কারণ রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে পঁচে যাচ্ছিল শরীরের অংশগুলি।
স্ট্রোক বা হার্ট অ্যাকাটের সম্ভাবনা প্রবল হয় করোনা সংক্রমণের কারণে। যে নতুন লক্ষ্মণ দেখা দিয়েছে তার কারণে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। শরীরে যেখানে সেখানে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। যদিও করোনা সংক্রামিত রোগীদের হাতে এই ধরনের রক্ত জমাট বাঁধছে। এর প্রভাব ফুসফুস, এবং হৃদযন্ত্রেও হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। এতদিন করোনা লক্ষ্মণ সর্দি, কাশি, জ্বর এবং শ্বাসকষ্টই ছিল মূল উপসর্গ। তার সঙ্গে ছিল চোখ লাল হয়ে যাওয়া কিংবা ঘ্রান শক্তি চলে যাওয়া। শিশুদের হাতে ফোলা ফোলা ভাব দেখা দিত। সেই উপসর্গের সঙ্গে এখন হানা দিয়েছেন রক্ত জমাট বাঁধার মতো লক্ষ্মণ। এতে আরও বিপদ বাড়ছে। ওয়ানইন্ডিয়াবেঙ্গলি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



