আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন কোভিড-১৯ (করোনা) ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) সরকারের সব সংস্থাকে সঙ্কট মোকাবেলায় ২৪ ঘন্টাই তৎপর থাকার নির্দেশ দিয়েছেন তিনি।
চীনের পর সবেচেয়ে বেশি ভাইরাস ছড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে পাঁচ হাজারে। দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে যাওয়ায় কনসার্ট থেকে ক্রীড়ানুষ্ঠান সহ অনেক ধরনের আয়োজন হয় বাতিল না হয় স্থগিত করা হয়েছে। দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সময়সীমা তিন সপ্তাহ বাড়ানো হয়েছে।
কোভিডের প্রভাবে দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পাবে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
দেশটিতে মঙ্গলবার নতুন করে ৪৭৭ জন আক্রান্ত হয়েছে বলে জানান হয়। আরও দু’জন মারা যাওয়ায় মোট মৃতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।