আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের মহামারির মধ্যেই দক্ষিণ কোরিয়ায় সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে ভোটগ্রহণ শুরু হয়।
ভোটকেন্দ্রগুলোতে এক মিটার (৩ দশমিক ২ ফুট) দূরত্ব ও মাস্ক বাধ্যতামূলক করা হয়। সেখানে তাদের তাপমাত্রা মাপা হয়েছে। যাদের শরীরের তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাদের জন্য বিশেষ বুথের ব্যবস্থা করা হয়েছে।
গ্লাভস ছাড়াও হাতে দেওয়া হয়েছে জীবাণুনাশক। এরপরই লোকজন ভোট দিতে পেরেছেন।
দক্ষিণ কোরিয়ায় কখনও নির্বাচন বাতিল হয়নি। ১৯৫২ সালে যখন কোরিয়ান যুদ্ধ চলছিল তখনও দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার দেশটিতে মোট ভোটার সংখ্যা চার কোটি ৪০ লাখ।
এমন সময়ে দক্ষিণ কোরিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যখন করোনা মহামারীর কারণে বিশ্বের অন্তত ৪৭টি দেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। এর মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, শ্রীলঙ্কা ও ইথিওপিয়ার মতো দেশগুলোও রয়েছে। পূর্বনির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও নিউ জিল্যান্ডের মতো দেশগুলো। সূত্র: বিবিসি, সিএনএন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel