নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরো ৩৩ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নতুন আক্রান্তদের ১৮ জন ঢাকা বিভাগের। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর আসেনি। ফলে এ নিয়ে টানা ২১ দিন কভিডে মৃত্যুহীন রয়েছে বাংলাদেশ।
আজ বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, নতুন ৩৩ জনসহ মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৮৮৮ জন। আর এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১২৭ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ। আগের দিন এ হার শূন্য দশমিক ৫৪ শতাংশ ছিল।
তথ্য বলছে, গত কয়েক সপ্তাহ শুধু ঢাকাসহ দুয়েকটি জেলায় নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার চেয়ে ঢাকার বাইরে রোগী বেশি পাওয়া যায়। আজ বুধবার তা আরো বাড়ল। নতুনদের মধ্যে ১২ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। ঢাকা বিভাগের গাজীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ জেলায় একজন করে এবং টাঙ্গাইলে তিনজন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রামে দুজন, কক্সবাজারে দুজন, কুড়িগ্রামে একজন, যশোরে একজন, খুলনায় চারজন, কুষ্টিয়ায় একজন এবং সিলেট জেলায় তিনজন রোগী শনাক্তের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এদিন সুস্থ হয়েছেন ২৪৯ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৮ লাখ ৯৮ হাজার ৩১২ জন।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬ হাজার ২১৭টি,অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৬ হাজার ১৮২টি। এখন পর্যন্ত এক কোটি ৪০ লাখ ৩১ হাজার ২৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত ১৩ দশমিক ৯২ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৯৭ দশমিক ২১ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।