স্পোর্টস ডেস্ক: করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতি মোকাবিলা করতে শুরু থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিভুক্ত ১৭ জন সহ সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা আরও ১০ জন ক্রিকেটার ইতিমধ্যে মিলে করোনা ফান্ডে দান করেছেন ৩০ লাখ টাকার বেশি।
সবাই একযোগে সাহায্য করার বাইরেও দলের প্রায় সব ক্রিকেটারই নিজেদের মতো করে সাহায্য করছেন অসহায়-দুস্থ মানুষদের। কেউ কেউ খাবার ও প্রয়োজনীয় সামগ্রী দিচ্ছেন অভাবীদের হাতে, কেউ আবার সুরক্ষা সরঞ্জাম দিচ্ছেন বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে।
সে ধারাবাহিকতায় এবার নতুন এক উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। খেলার কাজে ব্যবহৃত নিজের সরঞ্জামাদি নিলামে তুলবেন মুশফিক। সেখান থেকে প্রাপ্ত অর্থের পুরোটাই তিনি ব্যয় করবেন একদম তৃণমূল পর্যায়ের মানুষদের জন্য।
জাতীয় দলের ক্রিকেটারদের ঘনিষ্ঠ এক সুত্রের মাধ্যমে জানা গেছে, ২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে দেশের ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহীম। নিঃসন্দেহে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্মারকও এটি।
বিশেষ এই ব্যাটটি কোনও অনলাইন অকশন কোম্পানির মাধ্যমে নিলামে তুলতে চান বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যান মুশফিক। কিন্তু দেশে কোনও অনলাইন অকশনের প্লাটফর্ম না থাকায় পুরো ব্যাপারটা এখন রয়েছে আলোচনার পর্যায়ে।
অবশ্য এ সমস্যার সমাধান দ্রুততম সময়েই হয়ে যাচ্ছে বলে জানা গিয়েছে। দেশের শীর্ষ ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করার পর তারা স্বাগ্রহে রাজি হয়েছে নিলাম পরিচালনার ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে। ফলে আশা করা হচ্ছে, খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হবে এবং নিলামের মাধ্যমে সংগ্রহ করা হবে তহবিল।
প্রসঙ্গত, এর আগে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীও পাঠিয়েছেন মুশফিক। ২০০টি করে পিপিই (পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট), গ্লাভস, মাস্ক ও হেড কাভার দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
বগুড়ায় নিজের এলাকায় অসহায় ও দুস্থদের করেছেন আর্থিক সহযোগিতা। মহতী এই কাজটি মুশফিক করেছেন স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.