আন্তর্জাতিক ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনভাইরাসের রোগীদের অন্য শহর থেকে এনে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে সন্দেহে ইরানের একটি হাসপাপতালে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।
স্থানীয় সময় শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের কেন্দ্রীয় শহর বন্দর আব্বাসের তৌহিদ ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে।
করোনায় আক্রান্ত ১০ জনকে কুওম শহর থেকে এনে ওই হাসপাতালে রাখা হয়েছে বলে হঠাৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে। এরপর রাস্তায় নামেন আন্দোলনকারীরা। হাসপাতালটিতে ভাংচুর চালানোর পর এক পর্যায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অবশ্য এ ঘটনার পর করোনায় আক্রান্তদের আনার খবরকে ‘গুজব’ বলে মন্তব্য করে আধা-রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি।
যে হাসপাতালটি ঘিরে করোনায় আক্রান্তদের এনে কোয়ারেন্টাইনে রাখার খবর ছড়িয়েছে; আগে থেকেই সেখানে একটি করোনার ইউনিট রয়েছে। হরমুজগান মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফাতিমা নুরুজিয়ান বলেন, করোনার রোগী আনার খবরটি গুজব; ‘শুধুই মিথ্যা’।
এখন পর্যন্ত সারাবিশ্বে ৮৩ হাজার ৬৫০ জনের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চীনেই আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ৯৬১ জন। দেশটিতে মৃত্যু হয়েছে প্রায় ৩ হাজার মানুষের। ইরানে এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৩৪ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



