মার্চের শেষ দিকে নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের চিকিৎসকরা করোনা ভাইরাসে আক্রা’ন্ত ব্যক্তিদের রক্তে অদ্ভূত পরিবর্তন দেখতে পেলেন। বিষয়টি কৌতুহলের সৃষ্টি করলে হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন, আক্রা’ন্ত ব্যক্তির বিভিন্ন প্রত্যঙ্গে র’ক্ত ঘণীভূত হচ্ছে ও জমাট বেঁ’ধে যাচ্ছে। করোনা মানবদেহে কী পরিমাণ ক্ষ’তির চিহ্ন রেখে যাচ্ছে এতে তারই একটি ই’ঙ্গিত পেলেন চিকিৎসকরা।
বার্তা সংস্থার রয়টার্স জানিয়েছে, মাউন্ট সিনাইয়ের কিডনি বিশেষজ্ঞরা করোনা আ’ক্রা’ন্ত ব্যক্তির কিডনি ডায়ালাইসিসের সময় দেখতে পেলেন রক্ত জমাট বাঁ’ধার কারণে ক্যাথারস ব’ন্ধ হয়ে যাচ্ছে। ফুসফুস বিশেষজ্ঞরা ভেন্টিলেটর দেওয়া হয়েছে এমন রোগীদের বেলায় দেখলেন তাদের ফুস’ফুসের কিছু অংশ অ’দ্ভূ’তভাবে র’ক্তশূন্য হয়ে গেছে। র’ক্ত জমাট বাঁ’ধার কারণে নিউরোলোজিস্টরা দেখলেন রেকর্ড সংখ্যক স্ট্রোকের রো’গী বেড়ে গেছে।
মাউন্ট সিনাইয়ের নিউরোসার্জন ডা. জে মক্কো বলেন, ”এটা বেশ লক্ষণীয় যে, এই রোগ কতটা রক্ত জমাট বাঁ’ধার কারণ হতে পারে।” তিনি জানান, করোনার কারণে সৃষ্ট রোগ কোভিড-১৯ ফুসফুসের রোগের চাইতেও বেশি কিছু। এক তরুণের বেলায় কোভিড-১৯ এর প্রথম লক্ষণ ছিল স্ট্রোক। ডা. মক্কো জানান, তার সহকর্মী বিভিন্ন বিভাগের বিশেষ’জ্ঞরা তাদের পর্য’বক্ষেণ একত্রিত করে নতুন একটি চিকিৎসা ব্যবস্থা বের করেছেন। তারা এখন করোনা রো’গীদের র’ক্ত জমাট বাঁ’ধার লক্ষণ দেখা দেওয়ার আগেই র’ক্ত তরল করার উচ্চমাত্রার ওষুধ দিচ্ছেন।
হাসপাতালের প্রধান ডা. ডেভিড রেইখ বলেন, ”হয়তোবা আপনি র’ক্ত জমাটা বাঁ’ধা ঠেকাতে পারলে রোগটির প্রকো’প তুলনামুলকভাবে কমিয়ে আনতে পারবেন।” তিনি জানান, নতুন এই চিকিৎসা ব্যবস্থা অতিঝুঁ’কিতে আছে এমন রোগীদের ওপর প্রয়োগ করা হবে না। কারণ র’ক্ত তরলীকরণের ওষুধ মস্তিস্ক ও অন্যান্য প্রত্যঙ্গে র’ক্তপা’ত ঘটাতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।