জুমবাংলা ডেস্ক : বর্তমানে প্রতিদিন শতাধিক ব্যক্তির করোনা ভাইরাস শনাক্ত হচ্ছে ফরিদপুরে। প্রথম করোনার আক্রান্ত রোগী হাতে গোনা কয়েক জন দেখা যেত।
বতমানে কোন কোন দিন ১২৫ থেকে ১২৯ জনেরও করোনাভাইরাস শনাক্ত হয়েছে। অথচ আগে শনাক্তের সংখ্যা ২৫ থেকে ৪০ এর মধ্যে সীমাবদ্ধ থাকতো।
ফরিদপুরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ১৩ এপ্রিল। সেই থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ফরিদপুরে মোট করোনা রোগী শানক্ত হয়েছে ৪ হাজার ২৬৩ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ১ হাজার ৬৭৮জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৯জন। বর্তমানে করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৩৭জন। আইসোলেশনে আছেন ১৪জন চিকিৎসা নিচ্ছেন।
ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ ছিদ্দীকুর রহমান বলেন, ঢাকা-নারায়নগঞ্জসহ করোনাপ্রবণ এলাকার লোকদের অবাধে এ জেলায় প্রবেশ, সামাজিক দূরত্ব না মানা, ম্যাক্স ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মানায় অনীহা ও উদাসীনতার কারণে ফরিদপুরে করোনা শনাক্তের হার বাড়ছে।
তিনি বলেন, তারা ধারনা ফরিদপুর বর্তমানে শনাক্তের দিক দিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। এ অবস্থা আরও এক থেকে দুই সপ্তাহ স্থায়ী হবে বলে তার ধারনা। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এর পরে শনাক্তের হার কমে আসবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।