আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হচ্ছে চীনে। দেশটিতে আজ বৃহস্পতিবার স্থানীয়ভাবে কেউ এই ভাইরাসে আক্রান্ত হননি। তবে বিদেশ থেকে আসা ৩৪ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, চীন ছাড়া অন্য দেশগুলোয় এখন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমণের হার বেশি। বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা ৮ হাজার ৯৬৯জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৩৪৫জন।
চীনা কর্তৃপক্ষ গত ১১ ফেব্রুয়ারি থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধ জারি করেছে। সংক্রমণ ঠেকাতে জনগণকে তাঁদের বাড়িতে থাকতে বলা হয়েছে। বেশির ভাগ এলাকায় মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর এসবের প্রভাবে হুবেই প্রদেশের বাইরে বেশ কয়েক দিন ধরে নতুন কেউ আর করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।
তবে চীন এখন উদ্বিগ্ন বাইরের দেশ থেকে আসা মানুষ নিয়ে। প্রতিদিন গড়ে ২০ হাজার মানুষ আকাশপথে চীনে আসে।
চীন মনে করছে, প্রাথমিকভাবে এই ভাইরাসের সংক্রমণে লাগাম টানা গেছে।
জাতীয় স্বাস্থ্য কমিশনের সর্বশেষ তথ্য অনুসারে চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত মানুষের সংখ্যা পৌঁছেছে ৩ হাজার ২৪৫-এ। দেশটিতে ৮০ হাজার ৯২৮ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার রেকর্ড রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।