জুমবাংলা ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। বাংলাদেশেও প্রতিদিন উদ্বেগজনক হারে বাড়ছে এই ভাইরাসের সংক্রমণ এবং মৃতের হার।
করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান প্রচারের ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান অনুসারে, সংক্রমণের দিক থেকে বাংলাদেশ এখন শীর্ষ দেশের তালিকায় ১৭ নম্বরে। তালিকায় ১৬ নম্বরে আছে ফ্রান্স। বাংলাদেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন মোট ১ লাখ ২২ হাজার ৬৬০ জন। আগের অবস্থানে থাকা ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ২৬৭ জন।
করোনা সংক্রমণের তালিকায় প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। বাংলাদেশের পরের অবস্থানে আছে দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীন রয়েছে তালিকায় ২১ নম্বরে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর থেকে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে।
জুন মাস শুরু হওয়ার পর একদিনেও শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নামেনি বাংলাদেশে আর একটানা মৃতের সংখ্যা ৩০ কিংবা তার চেয়েও বেশি।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৪৬২ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। একই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩৭ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি হয়েছে মোট ১ হাজার ৫৮২ জনের। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৯ হাজার ৬৬৬ জন করোনা রোগী ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।