দূর থেকে দেখে মনে হবে মালামাল বোঝাই ট্রাক। ত্রিপল দিয়ে ঢাকা থাকায় অন্য কিছু সন্দেহ হওয়ার অবকাশ নেই। কিন্তু টহলে থাকা পুলিশ ট্রাকটিকে গতিরোধ করে চালককে জিজ্ঞাসা করলে তার কথায় সন্দেহ হয়। পরে ত্রিপল উল্টে দেখা যায় এর ভেতর লোকজনে ঠাসা।
পুলিশ ট্রাকটি আটক করে সরাসরি নিয়ে আসে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। পরে একে একে নামানো হয় নারী, শিশু আর বৃদ্ধসহ ৬৫ জনকে। গভীর রাত হওয়ায় একটি কক্ষে তাদেরকে রাখা হয় তালাবদ্ধ অবস্থায়।
বানিয়াচং উপজেলার সুজাতপুর পুলিশ ফাঁড়ির এসআই ধ্রুবেষ চক্রবর্তী জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তারা আলমবাজার থেকে একটি ট্রাকের পেছনে ধাওয়া করে বানিয়াচং উপজেলার সাদকপুর বাজার এলাকায় গতিরোধ করে আটক করা হয়।
এসময় চালককে জিজ্ঞাসা করলে তার কথাবার্তা সন্দেজনক মনে হলে গাড়ির ত্রিপল উল্টে দেখা যায় এর ভেতরে লোকে ঠাসা। পরে খাগাউড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় চালক ও হেলপারসহ ৬৫ জনকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নিয়ে আসা হয়।
আটককৃতরা নারায়ণগঞ্জের গার্মেন্টকর্মী ও তাদের পরিবারের সদস্য। তারা হবিগঞ্জ থেকে নবীগঞ্জ হয়ে কাগাপাশা সড়ক দিয়ে আজমিরীগঞ্জ যাচ্ছিলেন। তাদের বাড়ি আজমিরীগঞ্জে। কয়েকজনের বাড়ি নারায়ণগঞ্জ।
এদিকে মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন চেক পোস্টে একটি ট্রাক আটক করে এর ভেতরে ফার্নিচারের সঙ্গে আরো ১৯ জনকে আটক করা হয়। কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কিবরিয়া হাসান এবং হবিগঞ্জ সদর থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে তাদেরকেও হাসপাতালের আইসোলেশন সেন্টারে নিয়ে আসা হয়।
কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কিবরিয়া হাসান জানান, আটককৃতরা কোনো সময় বলছে তারা টঙ্গী থেকে আবার কোনো সময় বলছে গাজীপুর থেকে ফিরেছে।
গভীর রাতে আসা এ সকল লোকজনের নমুনা বুধবার দুপুরে সংগ্রহ করার পর পরীক্ষার জন্য প্রেরণ করা হতে পারে।
তবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার জন্য কোথায় রাখা হবে এ নিয়ে জটিলতা দেখা দিতে পারে। কারণ বর্তমানে জেলা শহরের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল ও জেলা পরিষদ অডিটরিয়ামে ১৫০ জনের ব্যবস্থা আছে। সেখানে ইতিমধ্যে ৪৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ও তিনজন আইসোলেশনে রয়েছে। একজন আক্রান্ত রোগীও ভর্তি আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।