জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের প্রাদুর্ভাবে স্কুল ম্যানেজিং কমিটি ও কলেজের গভর্নিং বডি নির্বাচন স্থগিত করেছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে যেসব প্রতিষ্ঠানে কমিটি নির্বাচন স্থগিত আছে, তাদের এডহক কমিটি গঠন করার নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড।
আর যেসব প্রতিষ্ঠান কমিটির নির্বাচন হয়ে গেছে কিন্তু সভাপতি নির্বাচন হয়নি, সেসব প্রতিষ্ঠানকে সভাপতি নির্বাচন শেষ করতে বলা হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন বোর্ড থেকে পৃথক পৃথক নির্দেশনায় এই নির্দেশনা দেওয়া হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি নির্বাচন সম্পন্ন হয়েছে, কিন্তু সভাপতি নির্বাচন সম্পন্ন হয়নি, সেসব প্রতিষ্ঠান সভাপতি নির্বাচন শেষ করে আগামী ৭ দিনের মধ্যে বোর্ডে দাখিল করতে হবে।
সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ২০০৯ সালের সংশোধিত প্রবিধানমালার ৮/২ অনুসারে সভাপতি পদে নির্বাচন সম্পন্ন করতে হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।