আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণে সব ধরনের মাস্ক এবং প্রতিরক্ষামূলক পোশাক রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত।

রয়টার্স জানায়, দেশটির কর্তৃপক্ষ মাস্ক রপ্তানি বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ না দেখালেও গত সপ্তাহে কেরালায় করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্তের পর এমন ঘোষণা আসে।
আক্রান্ত ওই ভারতীয় চীনের উহান ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিল। চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকেই ভাইরাসটির উৎপত্তি। এখন পর্যন্ত অঞ্চলটিতেই সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ভাইরাস আক্রান্ত হয়ে।
ভাইরাস আতঙ্কে গত সপ্তাহে চীন থেকে তিন শতাধিক ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনা হয়। তাদের রাজধানীর নয়াদিল্লির একটি কেন্দ্রে পৃথক পৃথকভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এখন পর্যন্ত কেরালায় দুজন আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় কর্তৃপক্ষ।
নতুন করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা চীনে। এখন পর্যন্ত ভাইরাসে মৃত্যু হয়েছে ৩৬১ জন। দেশটির বাইরে মৃত্যু একমাত্র ব্যক্তি ফিলিপাইনি নাগরিক।
আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়েছে। যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়েছে সেখানেই শুধু মারা গেছে ৩৫০ জন। আক্রান্ত ১১ হাজারের বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


