জুমবাংলা ডেস্ক : দেশের বাইরে থেকে করোনাভাইরাস নিয়ে কেউ দেশে আসছে কি না তা শনাক্তকরণে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ আরো দুটি নতুন যন্ত্র সংযোজন করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর ভবনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
আজ রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অন্য একটি অনুষ্ঠান শেষে তাৎক্ষণিক এক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার সানিয়া তহমিনা ও আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক ডক্টর মীরজাদী সেবরিনা ফ্লোরা এ তথ্য জানান।
একই সঙ্গে তাঁরা জানিয়েছেন এখন পর্যন্ত বাংলাদেশে স্থানীয়ভাবে বা বাইরে থেকে আগত কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি।
অতিরিক্ত পরিচালক বলেন, এখনো সনাক্ত না হলেও আমরা এই মুহূর্তে এই ভাইরাসটি প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সতর্কতামূলক বিভিন্ন পদক্ষেপ নিয়েছি।
আজ সকাল থেকে এ বিষয়ে ইতিমধ্যে দুটি বৈঠক করেছি বিকেলেও আরেকটি বৈঠক আছে। সেইসঙ্গে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল সহ আরও একাধিক হাসপাতালকে প্রস্তুত করার কাজ শুরু করেছি।
ওই দুই কর্মকর্তা একই সঙ্গে জানান ভারতে করোনাভাইরাস শনাক্তের কথা আমরা শুনেছি তবে এখনও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা ভারতের সরকারি কোনো তরফ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়নি। তাই আমরা কেবল আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বিষয়টি পর্যবেক্ষণ করছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।