
Advertisement
জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জে শুক্রবার রাতে পাওয়া নমুনা পরীক্ষার প্রতিবেদনে নতুন করে আরও ১৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
কিশোরগঞ্জে সংক্রমণের পাশাপাশি সুস্থতার হার উল্লেখযোগ্য হারে বাড়ছে। নতুন করে আরও ১৫ জনসহ সুস্থ হয়েছেন ১৫৫০ জন। জেলায় সুস্থতার হার শতকরা ৮৬.৩২ ভাগ।
সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান, দুটি ল্যাবে মোট ৯৯ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৩ জনের করোনা পজেটিভ ও ৮৫ জনের নেগেটিভ এসেছে। এছাড়া অন্য জেলার একজনের পজেটিভ এসেছে। এ নিয়ে জেলায় মোট ১৮১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মারা গেছেন ৩১ জন।
নতুন করোনা শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, করিমগঞ্জ, ভৈরব ও বাজিতপুর উপজেলায় একজন করে এবং তাড়াইল ও পাকুন্দিয়া উপজেলায় দুজন করে রয়েছেন।
বর্তমানে জেলায় মোট ২১৮ জন করোনা রোগী বিভিন্ন হাসপাতাল ও নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।