আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৪০ হাজার চিকিৎসা ও স্বাস্থ্য কর্মী এবং সরকারি কর্মকর্তা মোতায়েন করেছে ভারতের কেরালা রাজ্য। দেশটিতে ভাইরাসে সংক্রমিত তিনজনই কেরালার বাসিন্দা হওয়ায় ‘রাজ্য বিপর্যয়’ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গত সপ্তাহে দুটি ফ্লাইটে করে চীনের উহান থেকে ফিরেন অন্তত ছয়শ ভারতীয় নাগরিক। এর মধ্যে কেরালায় করোনাভাইরাসে সংক্রমিত তিনজনকে রাজ্যের কাসারাগোড়, থ্রিশুর এবং আলাপ্পুজহারে চিকিৎসা দেয়া হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আরও ২৮টি পর্যবেক্ষণ ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।
আক্রান্ত তিনজনের সরাসরি সংস্পর্শে আসা ৮০’রও বেশি মানুষকে চিহ্নিত করে রাজ্যের বিভিন্ন হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ খতিয়ে দেখতে ১৪০ জনের নমুনা পরীক্ষার জন্য গবেষণা কেন্দ্রে পাঠানো হয়েছে। আরও ৭৫ জনকে আলাদা ওয়ার্ডে এবং বাকি অন্তত দুই হাজার জনকে নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
কেরালায় প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেকে শাইলাজা। সংক্রমণ ঠেকাতে নানা পদক্ষেপ নিয়েছে কেরালা সরকার। আক্রান্তদের পর্যবেক্ষণ, সংস্পর্শ চিহ্নিত করা এবং কাউন্সেলিংয়ের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৭ জনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।