
Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবীণ সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী। তার অবস্থা অবনতির দিকে বলে জানিয়েছেন ডক্টর লেলিন চৌধুরী।
কামাল লোহানীর ছেলে সাগর লোহানী ফেসবুকে এক পোস্টে জানিয়েছেন, বাবার উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সিএমএইচ-এ নেয়া প্রয়োজন। আমরা সেই চেষ্টাই করছি। এজন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন।
কামাল লোহানী বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। দীর্ঘ দিন থেকে বাধ্যক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটায় বুধবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
এজন্য সকলের সহযোগিতাও চেয়েছেন তিনি।
২০১৫ সালে একুশে পদক জয়ী এই ব্যক্তিত্ব ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকেের দায়িত্ব পালন করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।