জুমবাংলা ডেস্ক : ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও এক পুলিশ সদস্য।
কনস্টেবল মো. তৌহিদুল ইসলাম ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। তার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বুজরুক সন্তোষপুরে গ্রামে।
শুক্রবার পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার পর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তৌহিদ। বৃহস্পতিবার রাতে সেখানেই তার মৃত্যু হয়।
কনস্টেবল তৌহিদ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।
রংপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে জানাজা ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার পারিবারিক কবরস্থানে তৌহিদকে দাফন করা হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তি।
করোনাভাইরাসের এই মহামারীর মধ্যে এ নিয়ে ৩৭ জন পুলিশ সদস্যের মৃত্যু হলো বলে পুলিশ সদরদপ্তর জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।