Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে পশ্চিমবঙ্গের হাওড়া জেলায় ৯৫ বছর বয়সী এক ব্যক্তি করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। খবর বিবিসি বাংলার।
চিকিৎসকরা বলছেন এতো বয়স হওয়া সত্ত্বেও তাকে আইসিইউতে রাখার যেমন প্রয়োজন পড়েনি, তেমনই দরকার হয়নি বিশেষ কোনও চিকিৎসারও।
হাওড়ার সঞ্জীবন হাসপাতালের সাধারণ বেডে রেখেই চিকিৎসা করা হয়েছে গোবিন্দ হালদারের।
“তাকে মাত্র পাঁচ লিটার অক্সিজেন দিতে হয়েছে। বয়স-জনিত কোনও সমস্যাও হয়নি। ভর্তি হওয়ার সময়ে তিনি পজিটিভ হয়েই এসেছিলেন। সামান্য কাশি আর জ্বর ছিল। গত চার-পাঁচদিন ধরে তার আর কোনও অসুস্থতা ছিল না। বলা যেতে পারে প্রাকৃতিকভাবেই তিনি সেরে উঠেছেন,” বলছিলেন হাসপাতালের পরিচালক ডা. শুভাশিস মিত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।