Advertisement
স্পোর্টস ডেস্ক: করোনামুক্ত হয়ে বাসায় ফিরেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। রবিবার (১৮ এপ্রিল) রাতে বাসায় ফিরেছেন তিনি।
গণমাধ্যমকে আকরাম খান জানিয়েছেন, সব রিপোর্ট ভালো আছে। করোনা নেগেটিভ হয়েছি। সবাই দোয়া করবেন।
এর আগে গত ১০ এপ্রিল আকরাম খান নিজেই জানিয়েছিলেন তার করোনা আক্রান্তের খবরটি। তখন স্বাস্থ্যবিধি মেনে নিজ বাসাতে সেলফ আইসোলেশনে ছিলেন।
প্রসঙ্গত, আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে করোনা টেস্ট করে পজিটিভ হয়েছিলেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।